জিপি বন্ধ সিম চালু করলেই নন স্টপ ইন্টারনেট ফ্রি!

জিপি বন্ধ সিম চালু করলেই নন স্টপ ইন্টারনেট ফ্রি! ২২ সেপ্টেম্বর ২০১৪ বা তার পূর্ব হতে অব্যবহৃত প্রিপেইড সংযোগে ফ্রি ননস্টপ 2Mbps স্পীডে 3G ইন্টারনেট (রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা পর্যন্ত) এবং ২০০০টি জিপি-জিপি SMS পেতে
রিচার্জ করুন ১৪ টাকা।

গ্রামীণফোন নন স্টপ  ফ্রি ইন্টারনেটের বিস্তারিতঃ

  • অফারটির জন্য প্রযোজ্য কিনা জানতে গ্রাহককে ‘Dec<স্পেস> 017XXXXXXX’ লিখে SMS করতে হবে 9999 নম্বরে
  • আন-রেজিস্টার্ড গ্রাহকগণ এবং শুরু থেকে ৩১ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত যারা প্রিপেইড সংযোগটি অব্যবহৃত রেখেছেন তারা এই অফারটির আওতার বাইরে থাকবেন
  • অফার চলাকালীন ১৪ টাকা রিচার্জ-এ পাবেন ‘ফ্রি ননস্টপ 2Mbps স্পীডে 3G ইন্টারনেট’, মেয়াদ অফার বন্ধের দিন পর্যন্ত (সর্বোচ্চ ৩০ দিন) এবং ২০০০টি জিপি-জিপি SMS, মেয়াদ ২ দিন (প্রদানের দিন সহ)
  • রিচার্জ-এর দিন হতে ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্টারনেট এবং SMS পাওয়া যাবে
  • ফ্রি ইন্টারনেট এবং জিপি-জিপি SMS একাধিক বার নেয়া যাবে, সর্বোচ্চ ১বার প্রতি ৫ দিনে (বোনাস প্রদানের দিন হতে ৫ম দিন)
  • ফ্রি ননস্টপ 2Mbps স্পীডে 3G ইন্টারনেট রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা পর্যন্ত ব্যবহার করা যাবে সকাল ১০:০১ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ৫০ পয়সা/ MB হারে চার্জ প্রদান করতে হবে
  • ফ্রি ননস্টপ 2Mbps স্পীডে 3G ইন্টারনেটের অফারে 2GB ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে
  • অটো-রিনিউয়াল প্রযোজ্য। অটো-রিনিউয়াল বন্ধ করতে ‘off’ লিখে 5000 নম্বরে পাঠাতে হবে
  • রিচার্জ-কৃত ১৪ টাকা ব্যালেন্স মূল অ্যাকাউন্ট-এ যুক্ত হবে এবং যেকোনো কাজে ব্যবহার করা যাবে
  • মেয়াদ বিচ্ছিন্ন প্রিপেইড গ্রাহকগণ স্ক্র্যাচ কার্ড দিয়ে রিচার্জ করে ফিরে এসে, ১৪ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন
  • 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *567# এবং SMS ব্যালেন্স জানতে *566*2# ডায়াল করতে হবে। ফ্রি ইন্টারনেট-এ সর্বোচ্চ 2Mbps ইন্টারনেট স্পীড পাওয়া যাবে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পীড প্রযোজ্য
  • অন্যান্য ট্যারিফ ও সার্ভিস চার্জ অপরিবর্তিত থাকবে